আমেনা আশফী | ২০ মার্চ ২০১৭
bengali amraআমরা চিরঋণী তোমাদের কাছে বীর মুক্তিসেনা,
তোমাদের তরে উড়ছে দেখো জাতির কেতন,
বিশ্বের বুকে মানচিত্র একে দিয়েছো বীর মুক্তিসেনা তোমরাই|

অভুক্ত বাঙালি আজ বুদ্ধি-বিত্তে দীপ্ত,
প্রবঞ্চনা, লাঞ্ছনা, গঞ্জনা আর নয়,
সময় এসেছে বাঙালি, সম্মানের আসন নাও ছিনিয়ে,
প্রলোভনে আর নয় পিছিয়ে, সৎ পথে যাও এগিয়ে-

এক এক করে কত বন্ধুর পথ দিয়েছো পারি-
সারা বিশ্ব আজ বাঙালির পদচারণায় মুখর,
কর্ম দিয়ে করো জয়, আর নয় লুকিয়ে থাকা|

বাঙালিই পারে, বহু সংগ্রামে রক্ত দিতে,
ইতিহাসের পাতায় তোমাদের কথা অম্লান চিরদিন-
হাজারো সালাম সংগ্রামী বীর তোমাদের|

বাঙালি পারে রুখে দাঁড়াতে,
বাঙালি পারে বাঘের মতো গর্জে উঠতে,
বাঙালি পারে আত্মত্যাগের বিনিময়ে মাথা উচু করে দাঁড়াতে,
বাঙালি পারে আবারো নিজের নাম ঢেলে সাজাতে|

বীরত্বের কথা লিখা হবে নতুন করে পুরাতন ইতিহাসে -
বিশ্বের বুকে বাঙালির নাম জ্বলুক জ্বলজ্বল করে|

বীরসেনা ঘরে ঘরে আজও নয় পিছিয়ে,
সময়ের মূল্য তারা সময়েই দিবে-
এই বিশ্বাস আছে বাঙালির বুকে-
যেমন করে এনে দিয়েছিল স্বাধীনতা ছিনিয়ে ||

আমেনা আশফী,
সিডনী থেকে

সাম্প্রতিক