নাইম আবদুল্লাহ:
asor1গত ১২ মার্চ (রবিবার) সিডনিস্থ লেনফিল্ড কমিউনিটি হলে স্বরলিপি সঙ্গীত একাডেমী অষ্ট্রেলিয়ার আয়োজনে বাংলার বাউল, ভাওয়াইয়া, ভাটিয়ালি, আধ্যাত্বিক ও মরমী গানের আসর “ভবের হাট" অনুষ্ঠিত হয়।

asor2ফারিয়া আহমেদ সার্বিক পরিকল্পনা ও তত্তাবধানে এবং
অপুর সঞ্চালনায় এই আয়োজনে ডি এল রায়, একে এম আব্দুল আজিজ, ওসমান খান, আব্বাসউদ্দিন, রাধা রমন দত্ত, শাহ আব্দুল করিম, সিরাজুল ইসলাম, আব্দুল আলীম, লালন শাহ, হাসান রাজা সহ বিখ্যাত গীতিকার ও সুরকারদের গান পরিবেশিত হয়। গান গুলো পরিবেশন করেন সীমা, অথৈ, ফারিয়া, রিপা, লুনিয়া, রুহুল আমিন প্রমুখ।

asor3ফারিয়া আহমেদের শুভেচ্ছা বক্তব্যের পর সমবেত কন্ঠে ডি এল রায়ের কন্ঠে ধনে ধন্য পুষ্পে ভরা গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

তারপর পরিবেশন করা হয় কলকল ছলছল, আমার সোনার ময়না পাখি, আমার হাড় কালা করলাম রে, ও কি গাড়িয়াল ভাই, মিলন হবে কতদিনে, কেন পিরিতি বাড়াইলা বন্ধু, সোনা বন্দে আমারে পাগল করলো, বাড়ির পাশে অারশিনগর, আগে কি সুন্দর দিন কাটাইতাম সহ আরো অনেক জনপ্রিয় গান।

সবমেত কন্ঠে নাও ছাড়িয়া দে পরিবেশনের মধ্য দিয়ে গানের পর্ব শেষ হয়।

asor4অনুষ্ঠানে দুই বাংলার জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী ও গবেষক সদ্য প্রয়াত কালিকা প্রসাদ ভট্টাচার্যের জীবনীর উপর আলোকপাত করা হয়।

সবশেষে ফারিয়া আহমেদ সকলকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।

asor5ভিন্নধর্মী এই আয়োজনে স্হানীয় সিটি কাউন্সিলের মেয়র, কাউন্সিলর, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্ট জন সহ বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক