ঢাকা : রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় বাংলাদেশ ব্যাংক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ব্যাংকের সহকারী মুখপাত্র আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহমুদ হাসান জানান, বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের ১৩ তলায় আগুনের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ১২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে তিনি কিছু জানাতে পারেননি।
রাত সোয়া ১০টার দিকে ব্যাংকের সহকারী মুখপাত্র আবুল কালাম আজাদ জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। খবর পেয়ে গভর্নর ব্যাংকে এসেছেন।
তিনি আরও জানান, ১৩ তলায় রয়েছে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ।
আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে বলেও জানান ব্যাংকের এ মুখপাত্র।
< Prev | Next > |
---|