damhudaচুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি নসিমন দুর্ঘটনায় ১২জন নিহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানিয়েছে আলমসাধুভর্তি ২৫ জন শ্রমিক কাজের সন্ধানে যাচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে দর্শনাগামী বালুভর্তি একট ট্রাক উপজেলার জয়রামপুর চার দোকান নাম স্থানে বিপরীত দিক থেকে নসিমনটিকে ধাক্কা দেয়।

এ সময় সামনাসামনি সংঘর্ষে ঘটনাস্থলে ৮ জন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরও ৪জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, আফদার (৪৫), পিতা আবুল হাশেম। বিল্লাল (৩৬), পিতা ঠান্ডু মণ্ডল। আকুব্বর (৪৮), পিতা ঠান্ডু মণ্ডল। ইজ্জত আলী (৪২), পিতা আজম। নজির (৩৬), পিতা মেগা মণ্ডল। শান্ত (৩৮), পিতা গাজীরুদ্দিন। রফিক (৪১), পিতা রমজান। শফিক (৩৭), পিতা ফিরোজ আলী। বিল্লাল হোসেন (৩৯), পিতা ভোলাই মণ্ডল। লালচাঁদ (৪৫), পিতা হোসেন আলী। শফিকুল আলম (৩২), রমজান আলী। জবি মিয়া (৪৭), পিতা খোদা বক্স। এদের সকলের বাড়ি দামুরহুদার বড় বলদিয়া গ্রামে।

আহত বাকিরা সবাই। আহতদের স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। যে কারণে তাদের সবার নাম জানা যায়নি। পুলিশ ট্রাকটি আটক করেছে।

সাম্প্রতিক