ঢাকা : দেশীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা মিজু আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। সোমবার রাতে ট্রেনে দিনাজপুর যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
পরিবার সূত্রে জানা গেছে, রাত পৌনে ৮টার দিকে ট্রেনের ভেতরেই হার্ট অ্যাটাক হয় বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান এই খলনায়কের। পরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গুণী এই অভিনেতার মৃত্যুর খবরে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। হাসপাতালে ছুটে আসেন চিত্রনায়ক রিয়াজ, আমিন খান, অভিনেতা মিশা সওদাগরসহ আরও অনেকেই।
মিজু আহমেদ ১৯৫৩ সালের ১৭ নভেম্বর কুষ্টিয়ায় জন্ম গ্রহণ করেন। তার প্রকৃত নাম মিজানুর রহমান। শৈশব থেকে থিয়েটারের প্রতি আগ্রহী ছিলেন তিনি। কুষ্টিয়ার স্থানীয় একটি নাট্যদলে যোগ দেন। এরপর ১৯৭৮ সালে 'তৃষ্ণা' ছবির মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন মিজু আহমেদ। কয়েক বছরের মধ্যে ঢালিউডে খলনায়ক হিসেবে প্রতিষ্ঠা পান তিনি।
অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ১৯৯২ সালে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মিজু আহমেদ। অভিনয়ের পাশাপাশি মিজু আহমেদ একজন প্রযোজক হিসেবেও ছিলেন সফল। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ফ্রেন্ডস মুভিজ।
< Prev | Next > |
---|