আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফরেস্টহিল ব্রিজ এর উপর দাঁড়িয়ে সেলফি তোলার সময় এক নারী ৬০ ফুট নিচে পড়ে গিয়েও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। তবে শেরিফের অফিস থেকে ওই নারীর পরিচয় প্রকাশ সাধন হয়নি।
প্লেইসার কাউন্টি শেরিফের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, ওই নারী সেতুর প্রবেশ নিষিদ্ধ এলাকায় গিয়ে সেলফি তোলার সময় ৬০ ফুট নিচে একটি ট্রেনের উপর গিয়ে পড়েন। ওই নারী তার বন্ধুদের সঙ্গে সেতুর নিচের দিকের গড়ন ধরে হাঁটতে থাকেন। এ সময় তিনি একটি সেলফি নেওয়ার চেষ্টা করেন এবং ৬০ ফুট নিচে একটি ট্রেনের ছাদে গিয়ে পড়েন।”
ওই নারীর বন্ধু পল গনচারুক স্থানীয় গণমাধ্যমকে বলেন, “পড়ে যাওয়ার পর প্রচ- আঘাতে সে অজ্ঞান হয়ে যায়। তার বাহুতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। এছাড়াও হাতের হাড়ে চিড় ধরেছে, সেখানে অস্ত্রচিকিৎসা করাতে হবে।” সেতুর কাঠামোতে দাঁড়িয়ে তারা সেলফি তুলছিল। হঠাৎ করেই সে পিছলে যায় এবং ভারসাম্য হারিয়ে নিচে পড়ে। ৭৩০ ফুট উঁচু সেতুটি ক্যালির্ফোনিয়ার সবচেয়ে উঁচু এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু সেতুগুলোর একটি। চিকিৎসার জন্য তাকে আকাশ পথে সাটার রোজভিল মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেতুর নিচের দিকের কাঠামোর অংশে জনসাধারণের প্রবেশ নিষেধ বলে জানান শেরিফের কার্যালয়ের কর্মকর্তারা। তারা বলেন, ওগুলোর উপর দিয়ে হাঁটা অবৈধ। এমনকি এজন্য গ্রেপ্তারও সাধন হতে পারে।
< Prev | Next > |
---|