ঢাকা : স্বনামধন্য সঙ্গীত শিল্পী মহী উদ্দিন বাদল আর আমাদের মাঝে নেই। প্রক্ষ্যত এই গজল শিল্পী গত ২৬শে ফেব্রুয়ারি হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬০ বছর।
মরহুম বাদল সিডনীতে বসবাসরত বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী, ল্যাম্প ড্রাইভিং স্কুলের সত্ত্বাধিকারী জনাব শহীদুজ্জামান আলো’র বড় ভাই।
আমাদের মাঝে সিডনীতে বেশ কয়েকবার মঞ্চে এবং ঘরোয়া পরিবেশে সঙ্গীত পরিবেশন করে আমাদের মন জয় করেছিলেন। ২০১৪ সালে বাংলাদেশ ফেস্টিভ্যাল অফ সিডনী আয়োজিত বসন্ত মেলাতে তার গান আমরা শুনেছিলাম। রকডেল বাংলা স্কুল আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও তার গান আমরা শুনেছিলাম। এ ছারাও বিভিন্ন সময়ে ঘরোয়া পরিবেশে তাঁর গান আমরা অনেকেই শুনেছি।
শিল্পী মহী উদ্দিন বাদল নিজের কণ্ঠে গাওয়া ১৯৯১ সালে একটি ক্যাসেট ও মাহমুদুন্নবীর স্মরণে তার বিখ্যাত কিছু গান নিয়ে একটি সিডি বাজারে বেরিয়েছিল। এছাড়া তাঁর প্রযোজনা ও সঙ্গীত পরিচালনায় উদীয়মান কিছু শিল্পীদের দিয়ে কিছু সিডি বাজারে এসেছিল। এর মাঝে বাবুল কিশোর এর ক্যাসেটটি বাজারে দারুণ সাড়া দিয়েছিল এবং ভাল ব্যবসা করেছিল।
তিনি বাংলাদেশ বেতার ঢাকা, রংপুর ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী ছিলেন।
শিল্পী মহী উদ্দিন বাদল গাইবান্ধা শহরের পশ্চিম পাড়াতে জন্ম গ্রহণ করেন। তিনি আইনজিবী মরহুম রেয়াজ উদ্দীন ও প্রধান শিক্ষীকা মরহু্মা মেহেরুন্নেছা খাতুনের তৃতীয় সন্তান। মরহুম বাদল রেখে গেছেন তাঁর জীবন সঙ্গীনী স্ত্রী মাহমুদা বেগম কে। শিল্পী বাদল ছিলেন চার ভাইবোনের মাঝে তৃতীয়। বড় দুই বোন বেগম রেজিয়া ও বেগম রকেয়া সুস্থ্য শরীরে ভাল আছেন। আর ছোট ভাই জনাব শহীদুজ্জামান আলো সিডনীর কোগরা-বে’র আধিবাসী। তাঁর একমাত্র ছেলে জনাব আলিফ তাঞ্জির সিডনীতে পড়াশোনা শেষে স্ত্রী রিফাত এবং মেয়ে ইয়ারা কে নিয়ে এখন বাংলাদেশে বসবাস করছে। বড় মেয়ে রুমানা ঢাকা বুয়েট থেকে পড়াশোনা শেষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া’র পার্থ এ পি এইচ ডি করছে। স্বামী লেঃ কর্নেল রিয়াদ ও ছেলে এরিক কে নিয়ে তার স্ংসার। ছোট মেয়ে উপমা, তার স্বামী ইঞ্জিনিয়ার রাসেল ও দুই মেয়ে জারা ও আলীয়াকে নিয়ে ইঙ্গেলবার্ন এ স্থায়ীভাবে বসবাস করছে।
আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করি এবং তাঁর রেখে যাওয়া শোক সন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজন দের সমবেসদনা জানাই সেইসাথে আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি।
< Prev | Next > |
---|