২৫শে মার্চ অনুষ্ঠিত হলো অজি এনেসিউয়ার্সের ৫ম পুনর্মিলনী। প্রায় দুইশোর অধিক প্রাক্তন ছাত্র ছাত্রী, তাদের পরিবার ও বন্ধুদের নিয়ে ক্যাপ্টেন কুক ক্রুজে আনন্দ ভ্রমণে বের হয়েছিল।
প্রতিবছরই অস্ট্রেলিয়া প্রবাসী মূলত সিডনী কেন্দ্রিক নর্থ সাউথ ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন যারা Aussie NSUers Association বা OzNSUers নামে সুপরিচিত প্রবাসের মাটিতে এই ধরণের পুনর্মিলনী আয়োজন করে থাকে।
সংগঠনের প্রেসিডেন্ট শহিদুর রহমান মৃদু জানান- এবারের এই ব্যতিক্রমধর্মী আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল তিনতলা বিশিষ্ট 'Captain Cook Cruise’ এ সবাই যেন সিডনি হার্বারের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি নিজেদেরও পারস্পরিক যোগাযোগ, ভ্রাত্বিত্ব বৃদ্ধি করতে পারে। সিনিয়র জুনিয়র সকল শিক্ষার্থীর কয়েক ঘন্টার এই একাত্বতা বিদেশের মাটিতে তাদের বন্ধন ও সহমর্মিতা আরো দৃঢ় করবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নৌভ্রমনের অন্যতম আকর্ষণ ছিল মিতুল, লরা, নওরোজ ও শাওনের মনোমুগ্ধকর ব্যান্ড সংগীত পরিবেশনা। আয়োজকদের মধ্যে মূলত ছিলেন মৃদু, হীরা, নাহিদ, আসাদ, সৈকত, তাজ,কামরান,সামান্তা, ন্যাশ, শামস, তাজিম, শাওনী, বনি, রানা, রুম্মান ও নাজনীন। রাফেল ড্র, সেরা পোশাক প্রতিযোগিতা সকলের মধ্যে যোগ করেছিল বাড়তি আনন্দ।
সামাজিক দায়বদ্ধতা থেকে দেশীয় সংস্কৃতি, খেলাধুলা, জনহিতকর কর্মকান্ডে অবদান রাখার জন্য স্থানীয় ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গের কাছে OzNSUers প্রতিনিয়ত প্রশংসিত হচ্ছে।
< Prev | Next > |
---|