আন্তর্জাতিক ডেস্ক : চলে গেলেন রামধনু পতাকার নকশাকারী মার্কিন চিত্রশিল্পী গিলবার্ট বেকার। এলজিবিটি (সমকামী, উভকামী, রূপান্তরকামী) কমিউনিটির প্রতীক হিসেবে রামধনু পতাকার নকশা করেছিলেন তিনি। গত বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় তার। মার্কিন সংবাদমাধ্যম সান ফ্রান্সিসকো ক্রনিকলের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।
সান ফ্রান্সিসকোভিত্তিক চিত্রশিল্পী গিলবার্ট বেকারের জন্ম ১৯৫১ সালে। তিনি ছিলেন ঘোষিত পুরুষ-সমকামী আন্দোলনকারী। কানসাসের একটি ছোট শহরে বেড়ে ওঠেন তিনি। ১৯৭০ সালে গিলবার্ট দুই বছরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দেন। সম্মানজনকভাবে সেখান থেকে অবসর নেওয়ার পর গিলবার্ট নিজেই সেলাইয়ের কাজ শেখেন। সে সময় সমকামী অধিকারের দাবি ও যুদ্ধবিরোধী বিভিন্ন বিক্ষোভ সমাবেশের জন্য ব্যানার তৈরি করে দিতেন তিনি। ১৯৭৮ সালে গে কমিউনিটির প্রতীক হিসেবে আট রংয়ের পতাকা তৈরি করেন গিলবার্ট। ২৫ জুন সান ফ্রান্সিসকোয় গে ফ্রিডম ডে প্যারেডে মূল পতাকাটি উত্তোলন করা হয়েছিল।
গিলবার্ট বলতেন, তিনি এ পতাকার মধ্য দিয়ে সবার কাছে বৈচিত্র্যের ধারণা পৌঁছে দিতে চেয়েছেন। প্রকৃতি থেকেই কিছু রং ব্যবহার করে যৌনতা যে মানুষের অধিকার তা উপস্থাপন করতে চেয়েছেন।
গিলবার্টের মৃত্যুতে সমকামী সম্প্রদায়ে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার সন্ধ্যায় মোমবাতি প্রজ¦ালন কর্মসূচির আয়োজন করা হয়। চিত্র নাট্যকার ডাস্টিন ল্যান্স ব্ল্যাক টুইটারে লিখেছেন, ‘তোমাকে ছাড়া আমাদের জগত কম বর্ণিল। গিলবার্ট বেকার আমাদেরকে ঐক্যবদ্ধ করতে রামধনু পতাকা দিয়েছিলেন। আবার ঐক্যবদ্ধ হও।’ গিলবার্টের পতাকাটিতে শুরুতে আট রংয়ের আটটি ডোরা আনুভূমিকভাবে ছিল। কিন্তু পরবর্তীতে দুটি রং কমিয়ে ছয়টি ডোরা করা হয়।
< Prev | Next > |
---|