cowmআন্তর্জাতিক ডেস্ক : ভারতের ছত্তিশগড়ে কেউ গরু হত্যা করলে ফাঁসি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রমন সিং। গত শনিবার সাংবাদিকের প্রশ্নে তিনি একথা বলেন।

রমন সিংয়ের ওই মন্তব্যের এক দিন আগেই গত শুক্রবার গুজরাটের বিধানসভা গো-সুরক্ষা আইন সংশোধনের মাধ্যমে আগের চেয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করেছে। ফলে রাজ্যটিতে ‘গো-হত্যা’ করলে যাবজ্জীবন কারাদ- হতে পারে। এর পরিপ্রেক্ষিতে রমন সিংকে জিজ্ঞাসা করা হয়েছিল তার রাজ্যের ভূমিকা কি হবে।

জবাবে তিনি বলেন, ‘রাজ্যের কোথাও কি গো-হত্যা হচ্ছে? গত ১৫ বছরে আমাদের রাজ্যে কি কোনো গো-হত্যা হয়েছে?’ গরু হত্যাকারীদের ফাঁসি দেওয়া হবে।
সূত্র: আনন্দবাজার ও ইন্ডিয়ান এক্সপ্রেস

সাম্প্রতিক