hc-dhkস্টাফ রিপোর্টার: ভোলা সদর উপজেলায় অবস্থিত ভোলা খালকে দখলমুক্তকরণ, সীমানা নির্ধারণ ও পরিবেশ রক্ষায় ব্যর্থ হওয়ায় চার সচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার আদেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে বিচারপতি আশফাকুল ইসলাম ও আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ সৌরভ।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল-আমিন সরকার। আগামী চার সপ্তাহের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, নদী রক্ষা কমিটির চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, ভোলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিবাদী করা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষে আইনজীবী সাঈদ আহমেদ সৌরভ বলেন, ভোলা সদরের ভোলা খালকে অবৈধ দখলমুক্তকরণ, সীমানা নির্ধারণ ও পরিবেশ রক্ষায় ২০১৫ সালে বেলা হাইকোর্টে একটি রিট দাখিল করে। রিটের শুনানি শেষে ওই বছরের ৪ মে আদালত ভোলা খাল দখল ও দূষণমুক্ত করার নির্দেশ দেন।

সরকার হাইকোর্টের আদেশ বাস্তবায়ন না করায় আদালত অবমাননার আবেদন করা হয়। আজ আদালত রুল জারি করেন।

সাম্প্রতিক