rnk-05আন্তর্জাতিক ডেস্ক : জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে জাপান।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের আগে এ পরীক্ষা চালালো পিয়ংইয়ং। তার সফরের সময় উত্তর কোরিয়ার বিষয়টি আলোচনায় আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর সিনপো থেকে পরীক্ষা চালানোর পরে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬০ কিলোমিটার দুরে গিয়ে পরে। জাপান এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে এটি উস্কানিমূলক।

যে কোন ধরনের ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষা চালাতে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে।

যদিও পিয়ংইয়ং এ নিষেধাজ্ঞা প্রায়শই লঙ্ঘন করছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন কোন মন্তব্য না করলেও দেশটির সামরিক বাহিনীর প্যাসিফিক কমান্ড বলছে ক্ষেপণাস্ত্রটি ছিল মধ্যম পাল্লার। - বিবিসি

সাম্প্রতিক