আন্তর্জাতিক ডেস্ক : ২০০১ সালের ১১ সেপ্টেম্বর পেন্টাগনে চালানো হামলার বিভিন্ন ছবি এফবিআইয়ের ওয়েবসাইটে পুনরায় প্রকাশ করা হয়েছে। প্রথম দফা প্রকাশের ছয় বছর পর তারা আবারো এসব ছবি প্রকাশ করলো। এফবিআই প্রকাশিত ২৭টি ছবির কোনটিতে দমকল বাহিনীর কর্মীদের আগুন নেভাতে এবং কোনটিতে উদ্ধারকারী দল ও তদন্তকারিদের ধ্বংস্তুপের ভেতরে অনুসন্ধান অভিযান চালাতে দেখা যাচ্ছে। ভার্জিনিয়া থেকে লস অ্যাঞ্জেলেসগামী আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৭৭ স্থানীয় সময় ৯টা ৩৭ মিনিটের দিকে পেন্টাগণ ভবনে প্রচন্ড আঘাত হানে।
মার্কিন কর্তৃপক্ষ জানায়, বিমানটি পেন্টাগণ ভবনের প্রথম ও দ্বিতীয় তলার মাঝামাঝি আঘাত করলে ১৮৪ জনের প্রাণহানি ঘটে। এএফবিআই মুখপাত্র জিলিয়ান স্টিকলস জানান, ছবিগুলো ২০১১ সালে প্রথম অনলাইনে দেয়া হয়েছিল। তিনি আরো জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ছবিগুলো অনির্দিষ্টকালের জন্য ওই ওয়েবসাইটে দেখা যায়নি। জনগণের দেখার জন্য সাম্প্রতিক সময়ে তারা ছবিগুলো আবারো ওয়েবসাইটে প্রকাশ করে।
< Prev | Next > |
---|