ঢাকা : আগামী বছর থেকে ডিজিটাল ব্যবস্থায় প্রশ্ন প্রণয়ন করে পরীক্ষার দিন সকালে স্থানীয় পর্যায়ে প্রশ্নপত্র ছাপিয়ে পরীক্ষা নেয়ার আশা প্রকাশ করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রশ্নফাঁস রোধে এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আজ (রোববার) সকালে ঢাকা কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তিনি এমন সিদ্ধান্তের কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন করাই আমাদের মূল লক্ষ্য। তাই প্রশ্নফাঁস রোধে আমরা জীবন দিয়ে চেষ্টা করছি। এ কারণে আগামী বছর থেকে পরীক্ষার দিন সকালে স্থানীয় পর্যায়ে প্রশ্ন ছাপানো হবে।
তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা প্রশ্ন পেয়ে সন্তুষ্ট। তারপরও শিক্ষকরা অনৈতিক সুবিধা পেতে প্রশ্নফাঁসের মতো নোংরা কাজের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এরা আমাদের নজরদারিতে রয়েছে। আমরা তাদের কাউকে ছাড় দেব না।
সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়নে এবার শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে জানান শিক্ষামন্ত্রী।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব সোহরাব হোসেন, অতিরিক্ত সচিব রূহী রহমান, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ওয়াহেদুজ্জামান, ঢাকা বোর্ড চেয়াম্যান অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ।
এর আগে, অভিভাবকদের সঙ্গে কথা বলার সময় বিজি প্রেস থেকে প্রশ্নফাঁস বন্ধ করার সুপারিশে শিক্ষামন্ত্রী বলেন, আমরা নানা উদ্যোগ ও প্রচেষ্টায় বিজি প্রেস থেকে প্রশ্নফাঁস রোধ করেছি। এখন শিক্ষকরা এ পথে পা বাড়িয়েছেন। অনেকের কাছে টাকা আদায় করে তারা এমসিকিউ উত্তর বলে দিচ্ছেন। এসব অসাধু শিক্ষক শনাক্তে আপনারা সহযোগিতা করেন। সবার সহযোগিতা পেলে আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে পারবো।
< Prev | Next > |
---|