নাইম আবদুল্লাহ
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে আলোচনা সভা করেছে অস্ট্রেলিয়া বিএনপি।
গত ২৬ মার্চ (রোববার) বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনটির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুল কবিরের সভাপতিত্বে এবং যুবদল অস্ট্রেলিয়া শাখার সভাপতি আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি অষ্ট্রেলিয়ার প্রথম অনুমোদিত কমিটির সভাপতি, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা (উত্তর) শাখার বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মনিরুল হক জর্জ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক ছাত্রদল নেত্রী মিতা কাদরি, মোঃ নওশের আলি, প্রকৌশলী হাবিবুর রহমান, যুবদলের সহ সভাপতি সেলিম লোকিয়াত, এ্যাডঃ মোবারক হোসেন, বাংলদেশ এসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলসের সভাপতি ফজলুল হক শফিক, বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির খান, আব্দুস সত্তার, লেখক আরিফুর রহমান খাদেম প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সভাপতি ডাঃ আব্দুল ওহাব।
আলোচনা সভায় বক্তরা বলেন, "বতর্মান অবৈধ সরকার দেশকে এমন একটি জায়গায় নিয়ে গেছে যা থেকে উত্তরনের জন্য আরেকটি মুক্তিযুদ্ধ জরুরী হয়ে পড়েছে। আজকের বাংলাদেশ লুটপাটের স্বর্গরাজ্য পরিনত হয়েছে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে দেশনেত্রী খালেদা জিয়া এবং তারুন্যের অংহকার তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার বিকল্প নেই”।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিশু শিল্পী অথৈই। দেশত্ববোধক সংঙ্গীত পরিবেশন করেন নূর- ই মুহাম্মদ, আতিক হেলাল ও আরেফিন মিতা।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের সহ সভাপতি মোহাম্মদ রেজাউল হক, সহ সাধারন সম্পাদক আউয়াল খান, প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সিডনি থেকে প্রকাশিত অনলাইন ও পত্রিকার সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
< Prev | Next > |
---|