নাইম আবদুল্লাহ:
আজ (রবিবার) ২৬ মার্চ সকালে ‘বাঙ্গালী কমিউনিটি ইনক’ সিডনির উদ্যোগে ইঙ্গেলবার্নের অক্সফোর্ড রোড ও কাম্বারল্যান্ড রোড সংলগ্ন পার্কে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সমবেতকন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করে একদল প্রবাসী শিশু।
দেশ থেকে হাজারো মাইল দূরে প্রশান্ত মহাসাগরের তীরে নুতন প্রজন্মের প্রবাসী বাংলাদেশি শিশুরা জাতীয় পতাকার লাল সবুজ রঙের পোশাকে সজ্জিত হয়ে জাতীয় সঙ্গীতে স্মরণ করে স্বাধীনতার সংগ্রামী সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের।
নতুন প্রজন্মের কাছে ১৯৭১ এর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশীয় সংস্কৃতিকে তুলে ধরবার প্রয়াসেই ছিল এই আয়োজন। লাল সবুজে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া যেন বিদেশের মাটিতে বাংলাদেশকে ফিরে পাওয়া।
প্রবাসী বাংলাদেশি সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সিডনি থেকে প্রকাশিত অনলাইন ও পত্রিকার সম্পাদক ও সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিদের অনেকেই উপস্থিত ছিলেন।
< Prev | Next > |
---|