বিদেশবাংলা রিপোর্ট:
IMG 8326গামীকাল ১২ মার্চ (রবিবার) বিকাল ৫:৩০ মিনিটে স্বরলিপি সংগীত একাডেমী অষ্ট্রেলিয়া গ্লেনফিল্ড কমিউনিটি হলে আবহমান বাংলার বাউল, ভাঐয়া, ভাটিয়ালী, আধ্যাত্বিক ও মরমী গানের আসর ”ভবের হাট” এর আয়োজন করেছে।

ফারিয়া আহমেদের পরিকল্পনা ও পরিচালনায় উক্ত মাটি ও মানুষের গানের আসরে আয়োজক কমিটি কমিউনিটির সবাইকে স্বপরিবারে আমন্ত্রন জানিয়েছেন।

সাম্প্রতিক