ঢাকা : ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ কার কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছে? এমন প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী কোন চুক্তি জনগণ মেনে নেবে না। তিনি বলেন, ভারতের সাথে তিস্তা চুক্তি ছাড়া স্বার্থবিরোধী অন্য চুক্তি মানা হবে না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী কোনো চুক্তি মানবে না জনগণ।
সোমবার বেলা ১২টায় নয়াপল্টনে বিএনপির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে এক যৌথসভায় স্বাধীনতা দিবস উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঠিক করে তা ঘোষণা করেছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাধীনতা দিবসে দলের কর্মসূচি ঘোষণা করে বলেন, স্বাধীনতা দিবসে রাজধানীসহ সারাদেশে শোভাযাত্রা করা হবে।
উল্লেখ, শনিবার রাজধানীতে যুব মহিলা লীগের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০১ সালের নির্বাচনের আগে যখন আমেরিকান কোম্পানি আমাদের গ্যাস বিক্রি করতে চাইল ভারতের কাছে। ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়েছিল খালেদা জিয়া। দিয়েই তো ক্ষমতায় এসেছিলো। আমি তো দেইনি। আমি চেয়েছিলাম আমার দেশের আগে দেশের মানুষের কাজে লাগবে, ৫০ বছরের রিজার্ভ থাকবে। তারপরে আমরা ভেবে দেখব বিক্রি করব কি করব না।
< Prev | Next > |
---|