ড. জয়া সেনগুপ্তাঢাকা : জাতীয় সংসদের সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে জয়া সেনগুপ্তা মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

জয়া সেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী। 

রোববার রাতে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামী ৩০ মার্চ সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে। 

মনোনয়ন পাওয়ার পর ড. জয়া সেনগুপ্তা দলীয় সভাপতি শেখ হাসিনাকে কুশল বিনিময় করে দোয়া চান। তিনি বলেন আমাকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে আমার-আমার পরিবার ও দিরাই-শাল্লা বাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সকল সদস্যের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি আরও বলেন, এই মনোনয়নের মাধ্যমে দিরাই-শাল্লা বাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। তিনি সবার কাছে দোয়া এবং নির্বাচনে সবার সহযোগিতা চেয়েছেন।

জয়া সেনগুপ্তা আগামী বুধবার (১ মার্চ, ২০১৭ ) দিরাইয়ে শ্রী সুরঞ্জিত সেনগুপ্তের শোকসভা থেকে নির্বাচনী প্রচারনা শুরু করবেন বলে জানা গেছে।

দিরাই-শাল্লা আওয়ামী লীগের উপজেলা ও তৃণমূলের সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানা জয়া সেনগুপ্তা ।

তিনি উল্লেখ করেন নেতা কর্মীরাই আমাকে তাদের নেতার আসনে নির্বাচন করতে অনুপ্রাণিত করছেন। তারা সাংগঠনিক প্রক্রিয়ায় উপজেলা কার্যনির্বাহী কমিটির সভা করে রেজুলেশন করে আমাকে প্রার্থী দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। পরে তৃণমূলের সেই সিদ্ধান্ত তারা কেন্দ্রকেও অবগত করেছেন। আমার স্বামীকে সকল নেতাকর্মী মনে-প্রাণে শ্রদ্ধা করতেন। তারা হৃদয় উজার করে তাকে ভালোবাসতেন। তার স্ত্রী হিসেবেও আমাকে সব সময়ই তাদের চাওয়া-পাওয়ার কথা জানাতেন। আমার প্রয়াত স্বামীর প্রতি বিশ্বস্থ হাজার হাজার নেতাকর্মীকেও আমি ব্যক্তিগতভাবে চিনি। তাদের সুখ দুঃখের সঙ্গেও আমার দীর্ঘদিনের সম্পর্ক। নেতা মারা যাবার পর শোকার্ত নেতাকর্মীরা আমাকে মানসিকভাবে অফুরান শক্তি দিয়ে যাচ্ছেন। দুর্গম হাওর এলাকার অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষাসহ সবধরনের উন্নয়নে আমার স্বামী সুরঞ্জিত সেনগুপ্ত সম্পৃক্ত ছিলেন। তার অনেক স্বপ্ন ও উন্নয়ন তার মৃত্যুতে অসমাপ্ত রয়ে গেছে। দিরাই-শাল্লা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে আমি সেই স্বপ্নপূরণে কাজ করতে চাই। আমৃত্যু আওয়ামী লীগের প্রতি বিশ্বস্থ আমার স্বামী আমাকেও আওয়ামী লীগের আদর্শ বাস্তবায়নে কাজ করার জন্য প্রভাবিত করেছেন।

তিনি সবার সহযোগিতা চেয়েছেন ও সবার সাথে একযোগে কাজ করার আশা পূনব্যক্ত করেছেন।

সাম্প্রতিক