বিনোদন ডেস্ক : বলিউডের চুলবুলি কন্যা আলিয়া ভাটকে বাাঁচাতে হলে ৫০ লাখ টাকা দিতে হবে অন্যথায় তাকে গুলি করে খুন করা হবে বলে ফোন করে হুমকি দেয়া হয়েছে অালিয়ার বাবা ও বি-টাউনের নামী পরিচালক পরিচালক মহেশ ভাটকে।
পরিচলকের অভিযোগ, ৫০ লক্ষ টাকা না দিলে মহেশের স্ত্রী সোনি রাজদান ও মেয়ে আলিয়া ভাটকে গুলি করে মারা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি ফোন করে মহেশকে লখনউয়ের একটি নির্দিষ্ট ব্যাঙ্কের শাখায় ওই টাকা জমা দিতেও বলা হয়। প্রথমে বিষয়টিতে অত গুরুত্ব দেননি মহেশ। কিন্তু পরে এসএমএস ও হোয়াটস্অ্যাপেও একই হুমকি দেওয়া হয়। এরপর গত বুধবার রাতেই গোটা ঘটনাটি জানিয়ে মুম্বই পুলিশের কাছে এফআইআর দায়ের করেছে ভাট পরিবার।
সূত্রের খবর, ফোনে ওই ব্যক্তি মহেশকে বলেন, ৫০ লক্ষ টাকা না দিলে সোনি এবং আলিয়ার ওপর কয়েক রাউন্ড গুলি চালাব। এসএমএসে প্রেরক দাবি করেন, তিনি একজন গ্যাং লিডার। মুম্বাই পুলিশ ভাট পরিবারের বিবৃতি রেকর্ড করেছে, বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁদের নিরাপত্তা। অ্যান্টি এক্সটরশন সেল বিষয়টির তদন্ত করছে।
মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার অশোক দুধে বলেন, মহেশ ভাটের পরিবারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে সেকশন ৩৮৭ ধারায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রসঙ্গত, বছর দু’য়েক আগে ভট্ট পরিবারকে খুনের ছক কষার অভিযোগে ১৩ জন গ্রেফতার হয়।
< Prev | Next > |
---|