in armyস্টাফ রিপোর্টার: ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ফের চার দিনের সফরে ঢাকা আসছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। গত বৃহস্পতিবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামি ২৭ থেকে ৩০ এপ্রিল তার এই সফর হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সইয়ের পর ঢাকা আসছেন বিপিন, যা একমাসে তার দ্বিতীয় সফর হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম কিনতে ৫০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তাব করেছে ভারত। এই কেনাকাটায় বাংলাদেশের চাহিদা প্রাধান্য পাবে বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আগে ৩১ মে থেকে ২ এপ্রিল ঢাকা সফর করেন জেনারেল বিপিন রাওয়াত। ওই সফরে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্কোন্নয়নে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেগুলো নিয়ে তিনি আলোচনা করবেন বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।

সাম্প্রতিক