স্টাফ রিপোর্টার: মাদারীপুর, লক্ষ্মীপুর, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জে বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ঘটনাগুলো ঘটে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
মাদারীপুর: বজ্রপাতে শহিদ সরদার (৩২) নামে এক মাঝির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জসিম শেখ (৩৫) নামে আরও একজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার নিলখী এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত শিবচর উপজেলার পূর্ব কাকৈর এলাকার মোতালেব সরদারের ছেলে। শিবচর থানার ওসি মো. জাকির হোসেন জানান, দুপুরে নিলখী এলাকার ফরাজীর হাট থেকে একটি ট্রলার আড়িয়াল খাঁ নদ দিয়ে শিরুয়াইল ইউনিয়নের পূর্ব কাকৈর যাওয়ার সময় প্রবল বাতাস ও ঝড় বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে ট্রলারে থাকা মাঝি শহিদ সরদার পানিতে পড়ে যান এবং ট্রলার যাত্রী জসিম শেখ গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদকে মৃত ঘোষণা করেন। আহত জসিমকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
লক্ষ্মীপুর: বজ্রপাতে রিয়াদ হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার চরমনী মোহন ইউনিয়নের মটবী এলাকায় ক্ষেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। রিয়াদ ওই এলাকার নুর মোহাম্মদ সওদাগরের ছেলে। স্থানীয়রা জানায়, রিয়াদ ক্ষেতে কাজ করছিল, এমন সময় বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে গুরুতর আহত হয় রিয়াদ। পরে তাকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জ: ঘিওরে বজ্রপাতে সুভা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বরাটিয়া ইউনিয়নের গোয়ালজান এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুভা বেগম ওই এলাকার মৃত তেনু মন্ডলের স্ত্রী। ঘিওর থানার ওসি মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে নিজ বাড়িতে গৃহস্থালি কাজ করার সময় বাড়ির উঠানে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মুন্সীগঞ্জ: সিরাজদিখান উপজেলায় গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বজ্রপাতে মো. আজাদ (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজাদ উপজেলার লতব্দি ইউনিয়নের ক্ষিদিরপুর গ্রামের শুক্কুর মিয়ার ধানের জমিতে কাজ করছিলেন। নিহতের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ থানার মরিয়মপুরগ্রামে। তিনি দীর্ঘদিন ক্ষিদিরপুর গ্রামের মোক্তার হোসেন মেম্বারের বাড়িতে স্ত্রী নুবেজা ও তিন সন্তানকে নিয়ে বসবাস করতেন। জানা যায়, সকালে তিনিসহ জমিতে কাজ করতে যায় পাঁচজন শ্রমিক। সাড়ে ১০টার দিকে বৃষ্টি শুরু হলে তাড়াহুড়ো করে জমি থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে তাঁর বুক ঝলসে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সিরাজদিখান থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, আমি ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছি।
< Prev | Next > |
---|