নাইম আবদুল্লাহ:
আগামী ১৬ এপ্রিল (রবিবার) ২০১৭ বিকাল ৫টায় ইঙ্গেলবার্ন লাইব্রেরী সংলগ্ন কমিউনিটি হলে সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক প্রতি বছরের মত এবারও বাংলা নতুন বছর ১৪২৪ কে বরণ করবে।
অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা বাঙালী প্রজন্মকে জাতির ভাষা, সাহিত্য, সংস্কৃতি ওএর ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেয়াই এই মেলার প্রধান উদ্দেশ্য।
অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে শিশুকিশোর সহ সিডনির শিল্পীদের পরিবেশনায় বৈশাখের গান, দেশীও নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকরা সাদা/লাল/লাল-সাদা’র সমন্বয়ে দেশীও পোশাক পড়ে বন্ধু ও পরিবার পরিজন সহ সবাইকে বর্ষ বরন অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রন জানিয়েছেন।
বর্ষ বরণ অনুষ্ঠানে ইলিশ, ভাত, ভর্তা ছাড়াও রকমারি দেশিও পিঠাপুলির ও মিষ্টান্নের বাবস্থা থাকবে।
মেলায় উপস্থিত থাকবেন সিডনিতে বসবাসরত অস্ট্রেলিয়ান বাংলাদেশী নাগরিকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং সিডনি থেকে প্রকাশিত অনলাইন ও পেপার পত্রিকার সম্পাদক ও সাংবাদিকবৃন্দ, লেখক, সাহিত্যিক, কবি ও সুশীল সমাজসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা।
< Prev | Next > |
---|