নাইম আবদুল্লাহ
গতকাল ১৮ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় বেক্সলিস্থ খাজানা রেস্টুরেন্টে অত্যন্ত আনন্দঘন পরিবেশে 'অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল'র' (এবিপিএমসি) কার্যকরী পরিষদের সভায় সম্প্রতি দেশে গুলিবিদ্ধতে নিহত সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুলের পরিবারকে এক লক্ষ টাকার আর্থিক অনুদানের সিধান্ত গৃহীত হয় এবং নির্বাহী কমিটির সদস্য রাশেদ শ্রাবণকে প্রধান করে একটি সাব কমিটি গঠন করা হয়।
কাউন্সিলের সভাপতি ডঃ এনামুল হক'র সভাপতিত্বে এবং নির্বাহী পরিষদের সদস্য ডঃ রতন কুণ্ডুর সঞ্চালনায় সভার শুরুতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সর্বসম্মতিক্রমে অভিষেক সন্ধ্যার পূর্ববর্তী তারিখ পরিবর্তন করে আগামী ৩০ এপ্রিল (রবিবার) অভিষেক সন্ধ্যা পালনের সিধান্ত গৃহীত হয়।
অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের ৫০ বছরের ইতিহাসে এই প্রথম লেখক ও সাংবাদিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে গঠিত প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের 'অভিষেক সন্ধ্যায়' প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মান্যবর কাজী ইমতিয়াজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য ব্যক্তিত্ব, অস্ট্রেলিয়া সরকারের তিন স্তরের কর্মকর্তা, অস্ট্রেলিয়ান প্রেস কাউন্সিল, প্রেস ক্লাব, ও মিডিয়ার সিনিয়র নেতৃবৃন্দ।
এছাড়াও অস্ট্রেলিয়া প্রবাসি বাংলাদেশী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনে'র সিনিয়র নেতৃবন্দ, বুদ্ধিজীবি, লেখক, কবি, সাহিত্যিক, টেলিভিশন চ্যানেল, রেডিও, অনলাইন পোর্টাল ও বিভিন্ন পত্র-পত্রিকার সম্পাদক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত থাকবেন।
অভিষেক সন্ধ্যা উদযাপন উপলক্ষে একটি বিশেষ স্মরণিকা প্রকাশ করা হবে বলেও সভায় সিধান্ত গৃহীত হয়।
কার্যকরী পরিষদের সভায় উপস্থিত সদস্যদের আলোচনা ও মতামতের ভিত্তিতে অভিষেক সন্ধ্যা উদযাপন, সাংস্কৃতিক সাব কমিটির কার্যাবলী আলোচনা সহ, কাউন্সিল'র ভবিষ্যৎ কার্যক্রম গতিশীল করার জন্য সংগঠনের সংবিধান পর্যালোচনা, নেটওয়ার্কিং, কমপ্লায়ায়েন্স ও অন্যান্য বিষয়ে বিষদ আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় কাউন্সিলের নির্বাহী পরিষদের সদস্য আকিদুল ইসলাম ও নাইম আবদুল্লাহ গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাথে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল'র' আলোচনা সভার বিশদ বিবরন কাউন্সিলকে অবহিত করেন। আলোচনা সভার এই সাফল্যের জন্য কাউন্সিলে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। এই সময় বাংলাদেশে থাকা কাউন্সিলের জেনারেল সেক্রেটারি মোহাম্মেদ আবদুল মতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশগ্রহন করেন।
নির্বাহী পরিষদের সদস্য আকিদুল ইসলাম কাউন্সিলকে আগামী অভিষেক অনুষ্ঠানের পর স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দের সাথে একটি মতবিনিময় সভার প্রস্তাব করলে তা সাদরে গৃহীত হয়। এই সময় আকিদুল ইসলামকে দেশের ও সিডনির বইমেলায় তার লিখিত উপন্যাস “তিন রমণীর চারিত্রিক সনদ” প্রকাশের জন্য কাউন্সিলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় সিধান্ত অনুযায়ী আজ বিকেল ৩ টায় একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল এশফিল্ড শহীদ মিনারে পুস্পস্তাবক অর্পণ করবে।
সবশেষে কাউন্সিলের সভাপতি ডঃ এনামুল হক উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও নৈশভোজের আমন্ত্রন জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
< Prev | Next > |
---|