এম ডি মনির | ২১ ফেব্রুয়ারি
21 febবাঙ্গালি হয়েও বাংলা ভাষায়
যারা দেখায় বড় বিতৃষ্ণা
আমি কবর থেকে বলছি ওদের
বাংলায় ঠাই দিসনা।

বাংলার কোলে বড় হড় যারা
বাংলা গেছে ভুলে
তারা বাংলায় কি করে বাচে
বিতাড়িত কর সমুলে।

মায়ের মুখের বাংলা বুলি
যারা করে অবজ্ঞা
জাতে ওঠার নামে অজাত হয়েছে
নেই তাদের কোন প্রজ্ঞা।

বাংলা ভাষা বিকৃতি করে
নিকৃষ্ট কিছু লোক
জন্ম পরিচয় বিকৃত ওদের
ওরা ধ্বংস হোক।

ওরা জানোয়ার ওরা অকৃতজ্ঞ
ওরা শয়তানের প্রেতাত্মা
কবর থেকে বলছি আমি
ভাষা শহিদদের আত্মা।।

সাম্প্রতিক