নাইম আব্দুল্লাহঃ ‘নিরুদ্দেশ’ একজন এলোমেলো আবেগী মানুষকে নিয়ে লেখা ফখরুল আবেদিন মিলনের প্রথম উপন্যাস। যেখানে পাঠকরা খুঁজে বেড়াবেন সেই মানুষটিকে যে শুধু মানুষের ভালবাসা চেয়েছিল, মানুষের মুখে হাসি দেখতে চেয়েছিল আর চেয়েছিল মানুষের মনের গভীরে থাকতে।
তার উপন্যাস লেখার পেছনের কাহিনী জানতে চাইলে বলেন, ‘নিরুদ্দেশ আমার লেখা প্রথম উপন্যাস। ফেসবুকে ছোট ছোট স্ট্যাটাস লেখা, আর উপন্যাস লেখার মধ্যে আকাশ পাতাল ফারাক। গল্প কিভাবে সাজাতে হয়, ডায়ালগ
কিভাবে লিখতে হয়, তিন জনের কথা কিভাবে সাজাতে হয়, তার কিছুই না জেনেই লিখে ফেললাম এই সাদামাটা উপন্যাস। আমি জানি পাঠকরা প্রতি পাতায় পাতায় ভুল খুঁজে পাবেন’।
তিনি আরও বলেন, ‘আমি লেখক হবো তা জীবনেও চিন্তা করিনি, বই মেলায় আমার বই বের হবে এটা আমার কল্পনারও অতীত এক বিষয় ছিল’।
আমি জানি ‘এই উপন্যাসের কোন সাহিত্য মুল্য নেই, এটা নিয়ে বিজ্ঞজনেরা কখনো আলাপ আলোচনা করবেন না কিন্তু আমি এও জানি অনেকেই গভীর মমতা নিয়ে বইটা পড়বেন’।
আমি মনে মনে ভাবি, ‘আজ থেকে অনেক অনেক বছর পর কারও বুকসেল্ফ থেকে অন্য কেউ একজন এই বইটা বের করে ধুলো ঝেড়ে মলাট উল্টে লেখাটা পড়বে আর ভাববে, এককালে এদেশের মানুষ কত আবেগীই না ছিল’।
লেখক পেশায় একজন স্বনামধন্য ব্যাংকার। তিনি বর্তমানে আইএফআইসি ব্যাংক লিমিটেড ঢাকায় কর্মরত।
বইটি এবারের বইমেলায় সিঁড়ি প্রকাশনের ৩৩৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
< Prev | Next > |
---|