তোমাকে ভালোবাসি,
এটাই যে আমার দিন আর আমার রাত।
কোলাহলে, নিভৃতে, জৎসনাই, সকালে।
অথবা খাঁ খাঁ রোদ্দুর, বৃষ্টির চালে।
সব খানে, সব ক্ষনে।
উৎসব, হেরে যাওয়া বা গানের খাতায়।
তোমার নিঃস্ব বুঝি আমার ছায়ায়।
আমার ঝিনুক কুড়ানো সকালে।
তোমার মালা গাথার স্বপ্ন দু-চোখ।
আমার ডায়াসে দাঁড়ানো দুপুর।
আর তোমার হ্রদয় তখন উৎকন্ঠায় ভরপুর।
আমার যান্ত্রিকতায় ক্লান্ত বিকাল।
তোমার তখন আল্পনায় হাতে আমার নাম।
সারা সময় তোমার মিশে থাকা।
আমার ভালোবাসা, দিন রাত।
জেগে বা ঘুমে।
সব খানে, সব ক্ষনে
গাজী ইমাম আল মেহেদী
বাংলাদেশ
< Prev | Next > |
---|