কবির উদ্দিন আফসারী | ২১ ফেব্রুয়ারি
21 hrভাষা দিবসের প্রথম প্রহরে...

কত ভালোবাসা আর আবেগ জড়িত
ফুলেল শুভেচ্ছা শহীদ মিনারে,
কত লোকজন কত সমাগম
শহীদ চত্বর ভরে যায় কিনারে কিনারে।

আসে কতজন আবেগ ভরা মন
ফুলের তোরা নিয়ে হাতে,
আসে ছোট-বড় আবাল বৃদ্ধা-বুড়ো
শিশুদের নিয়ে সাথে।

রাত যত গভীর ততই বাড়ে ভীর
আরো বেড়ে যায় কাক ডাকা ভোরে,
শহীদ চত্বর লোকে টুই-টুম্বর
ভরে যায় সব জনতার তোরে তোরে।

(সময় রাত - ৪:৪৫মি । ২১ফেব্রুয়ারী ২০১৭)

সাম্প্রতিক