আজাদ আলম | ১৫ মার্চ ২০১৭
ধোন্দুল গাছে ধোন্দুল ধরেছে ঢেরোস গাছে ঢেরোস ও।
মরিচ গাছে মরিচ ধরেছে বেশ হয়তো হাজার বারো শো।
ছিমের গাছে কোন ফুল আসেনি
বাড়ছে শুধু দেহ টাই
পেপে গাছের তেমনই ধাঁচ ফুল আছে
ফলের খবর নাই।
ভাগ্যিস এ ক'দিন আগাছায় দেইনি হাত দেইনি নিড়ানি
তা হলে কি ঘাসের আগায় জন্মাতো এই সুন্দরী ফুল বেগুনি!
রংগন ফুলে ভাংগন ধরেছে করেনি তো কোন অভিমান!
তার ছায়াতলে বেগুনি ফুল নাচে
তাই কি সে ম্রিয়মাণ !
গাছে পানি দিতে আমাকে বলেছো পুত্রকে বলেছ ভালো ।
আকাশকেও বলে রেখেছিলে?
সেইতো রাত দিন দিয়ে গ্যালো ।
এতো গ্যালো বহির্বিশ্বের খবর অভ্যন্তরীণ সমাচার বলি।
কে ধোবে কাপড় কে ধোবে ডিশ
এ নিয়ে হয়েছে মুলামুলি।
ডিশ ধুতে হলো আমাকেই হাতে, কারন নস্ট ডিশওয়াশার ।
পুত্র করেছে ওয়াশিং রাগে ক্ষোভে গুনে গুনে তিনবার।
বলো কি বাবা তিনবার!এ কদিনে জমা হলো এতগুলো ওয়াশিং!
"নো বাবা, নট রাইট,এক ওয়াশিং থ্রি টাইমস রি ওয়াশিং।"
"কেন এই টায়ারিং এক্সারসাইজ বলবো কি তোমাকে খুলে?"
"কিনেছো রাবিশ মেশিন, এই যে এই ডার্টগুলো যায় না ধুলে।
"দেখি দেখি, ইশ একি! এতো ডার্ট না
টিশু পেপারের থুস"।
পাত্তাই দিল না আমার কথাটায় বরংচ হাসিতে বেহুস।
যতই বলি এটা ডার্ট না বৃথাই জল ও সময়ের অপচয় ।
ততই আরগু করে, "তোমারে কইছে হুঁ হুঁ হয় হয়।"
সাপ্তাহিক সমিক্ষার এখানেই সমাপ্তি,
রেডি হচ্ছি বৈকালিক ন্যাপে।
ব্রেকিং কোন নিউজ থাকলে সরাসরি পাবে হোয়াটস্ অ্যাপে।
< Prev | Next > |
---|