মনির
কোন গরুটা দেখতে মোটা
কোন গরুটা ছোট
কোন ছাগলটা লম্বা বেশি
কোন ছাগলটা খাটো?
কোন খাসিটার চর্বি ভাল
কোন খাসিটা লিকলিকে
কোন ভেড়াটায় মাংস বেশি
কোন পশুটা চিকচিকে?
কোন পোশাকটা বেশি দামি
কোনটা দেখতে ঝকঝকে
কোন পাঞ্জাবী বেশি রঙ্গিন
কোন শাড়ীটা ঝকমকে?
কে কিনেছে অনেক দামে
কে করেছে বেশি দান
এসব নিয়ে গল্প করি
কার বেড়েছে মান সম্মান।
ভাসছে যারা বানের টানে
তাদের জন্য করছো কি
যারা চেয়ে তোমার পানে
তাদের কান্না দেখছো কি?
নাফ নদীতে ভাসছে লাশ
তাদের চিৎকার শুনছো কি
লজ্জায় যারা নিচ্ছে ফাঁস
তাদের জন্য কাঁদছি কি?
ঘুষের টাকায় কিনে পশু
কোরবানি কি হয়?
লুটের টাকায় দিয়ে যাকাত
হাসছো মহাশয়।
কার পকেটের চাঁদা দিয়ে
এত পোশাক পরো
যার বুকের ধন ছিনিয়ে নিলে
সেতো জড়সড়।
মানবতার ফেনা তুলে
মুখ করেছি ব্যথা
চুপ কর যত হতচ্ছাড়া
বাদ দে শোকের কথা।
ঈদ মানে খুশি ঈদ মানে হাসি
শুনিসনি ফকিন্নির পুত
ভুলে যা ওদের কান্নার কথা
জীবন হবে বেশ যুত।।
Next > |
---|