qvahtas-মনির

কি দেখো মেলে আঁখি কি দেখিতে বাকি?

সাগরের বুকে ঢেউ?

বুঝিবে কি কেউ?

দুই চক্ষু সাগর আমার দেখোনিকো তাকি।

আকাশ নক্ষত্রের তলে দাঁড়িয়ে কি দেখো জলে?

এ সাগরের কাহিনী কতটুকু জানি?

আছড়ে পড়া কান্না বোঝ? ঢেউ তোলারই ছলে।

কতটুকু জেনেছ জেনে?

কতক্ষণ রবে এখানে?

এসেছো কারে ছেড়ে যাবে কাকে হাত নেড়ে?

ঢেউ গুলো যে যায় আর আসে চলছ কি তারে মেনে।

তর্জন গর্জন ফেঁড়ে

লোনা পানির মায়া ঝেড়ে

তীরে আসে সফেদ ফেনা

হল নাকো জানা

কি সুখে বিলিন করে

নিজেকে নিয়ে এলো পাড়ে।

কবর দিয়ে আশা

খেলেছি জীবন পাশা।

কাকে আর বোঝাব

আমিও হারাবো

দুই চক্ষু সাগর করেও

মেটেনি পিপাসা !!!!!!

সাম্প্রতিক