কবি শিখর চৌধুরী । ১৬ মার্চ ২০১৭
baizidহযরত বায়োজিদ বোস্তামী (রহঃ) ছিলেন ইসলামের প্রচার অগ্রদূত
তার সাথে ইসলাম প্রচারে এদেশে এসেছিলেন পীর শেখ আউয়ালসহ অনেক মারুত।

শেখ জহিরউদ্দিন ছিলো দরবেশ শেখ আউয়ালের ছেলের নাম
আড়তদারী ব্যবসা ছিলো যার কাম।

শেখ জহির উদ্দিনের ঘর আলো করে আসলেন তেকড়ি শেখ
বাবার যোগ্য উত্তরাধিকারী হিসেবে চালাতে লাগলেন ব্যবসার লেখ।

তেকড়ি শেখের ছেলে শেখ বোরহান উদ্দিন জন্ম ছিলেন তিন ছেলে
শেখ বোরহান উদ্দিনের বড় ছেলে শেখ এমরান হোসেনের ক্ষেত্রেও একই হিসেব মেলে।

মেজো ছেলে শেখ আবদুল হামিদের ঘর আলো করে আসলেন শেখ লুৎফর রহমান
যিনি ছিলেন দেওয়ানী আদালতের একজন যোগ্য সেরেস্তাদার।

শেখ লুৎফর রহমানের স্ত্রী সায়রা বেগম তার স্বামীকে জানালেন নতুন সন্তানের আগমনী
তখন কেউ ভাবেনি এ সন্তান হবে বঙ্গজন্মের কান্ডারী।।

সাম্প্রতিক