স্টাফ রিপোর্টার: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কার-আরোহী এক ঝুট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে; আর ‘খোয়া গেছে তার সঙ্গে থাকা ২৫ লাখ’ টাকা।
নিহত মো. জাকির হোসেন (৪০) গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের মো. ওমর আলীর ছেলে। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবদুল হাই জানান, গত শুক্রবার রাতে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকিরের বড় ভাই মো. নাসির উদ্দিন বলছেন, জাকির এলাকায় ঝুট ব্যবসায় করতেন। গত শুক্রবার রাতে ঢাকার উত্তরা থেকে নিজে প্রাইভেট কার চালিয়ে বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে ব্যবসার ২৫ লাখ টাকা ছিল। রাত ১১টার দিকে দুর্ঘটনার খবর পাই। হাইওয়ে পুলিশ আমার কাছে ১৭ হাজার ১০ টাকা হস্তান্তর করেছে। বাকি টাকার খোঁজ মেলেনি। প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গেছে বলে জানালেও কিভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। পুলিশও দুর্ঘটনার কারণ বলতে পারেনি।
ওসি হাই বলেন, পুলিশ গুরুতর আহত জাকিরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। আর জাকিরের সঙ্গে আমরা ১৭ হাজার ১০ টাকা পেয়েছি। যা তার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত টাকার খবর আমার জানা নেই।
< Prev | Next > |
---|