আমেনা আশফী | ০৬ মার্চ ২০১৭
chola-kolaযতনে যতনে মালা গাঁথিলো ,
বেনীর বিনুনে তাহা পড়াইলো -
ফিশফিশিয়ে বলিয়া চলিলো,
বড় বেশি ভালোবাসি তোমায় -
জনম জনম রাখিবো ধরিয়া তোমায়|

বিশ্বাসে ভর করিয়া,
অভাগী দিলো সপিয়া
দেহ - মন - প্রাণ দিলো সব ঢালিয়া,
কতক বছর পরে ভ্রমর আসিব আসিব শুধায়,
হেথা নয় - অন্য কোথায়ও তাহার আনাগোনা চলে।

ঘোর নিশি অমাবস্যা - অভাগীর মন দোটানায় দোলে।
নদের তরে নারী তাহার দুই কুল দিলো ভাসাইয়া,
এই কূলের জল ছলাৎ ছলাৎ - ঐ কুলে যাইয়া পরে –
তাহার সাথে চাপা কান্নাগুলি উপচাইয়া পরে -
সব হইলো সারা, মিথ্যে ভালোবাসার ছলা-কলা|

অভাগী নারীরা আসিবে ফিরিয়া,
কাহারো না কাহারো রূপ ধরিয়া,
এই জগতে না হয় ঐ জগতে -
বিজয়ের মুকুট পড়িবে ললাটে|

আমেনা আশফী,
সিডনি

সাম্প্রতিক