আন্তর্জাতিক ডেস্ক : গুয়াতেমালায় সরকার পরিচালিত শিশুদের একটি আশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া বুধবার রাতে হাসপাতালে ১৪ বছর বয়সী আরো এক কিশোরীর মৃত্যু হয়। হাসপাতালের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
বুধবার ভোরে গুয়াতেমালা নগরীর বাইরে ভার্জিন অব দ্য অ্যাজাম্পশন আশ্রমে ভয়াবহ অগ্নিকা-টি ঘটে। আশ্রমের স্টাফদের বিরুদ্ধে বাসিন্দারা বিক্ষোভ করছিল। এ সময় বাসিন্দারাই এই আগুন ধরিয়ে দেয়।
কর্মকর্তারা জানান, নিহত কিশোরীদের বয়স ১৪ বছর থেকে ১৭ বছর।
নগরীর রুজভেল্ট হাসপাতাল জানায়, সেখানে ২৪ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।
< Prev | Next > |
---|