সাংবাদিক শিমুলস্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যায় ভিডিও ফুটেজ থেকে শনাক্ত হওয়া আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার বিপুল শেখ (২৫) শাহজাদপুর সদরের রূপপুর পুরাতন পাড়ার ফজর আলী শেখের ছেলে।

গত মঙ্গলবার সন্ধ্যায় শাহজাদপুরের পাঠানপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয় বলে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মুনিরুল ইসলাম জানান। গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়র মিরুর ভাই পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়রের বাড়ি ঘেরাও করেন।

এ সময় মেয়রের পক্ষে দুটি শটগান থেকে গুলি ছোড়ার খবর আসে গণমাধ্যমে। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল।

শিমুল হত্যায় তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়রসহ ১৮ জনকে আসামি করে মামলা করেন। পরিদর্শক মুনিরুল বলেন, গত ২ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনার ভিডিও ফুটেজ দেখে বিপুল শেখকে শনাক্ত করা হয়। সন্ধ্যায় শাহজাদপুর থেকে তাকে শিমুল হত্যা মামলায় গ্রেফতার করা হয়। এ নিয়ে শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার সহোদর হাবিবুল হক মিন্টুসহ ১৪ জন গ্রেফতার হন। এদের মধ্যে ৪ জন ভিডিও ফুটেজ দেখে শনাক্ত হন।

সাম্প্রতিক