স্টাফ রিপোর্টার: অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় বাসের চালকের সহকারীদের বেধড়ক পিটুনিতে আহত হয়েছেন বেসরকারি একাত্তর টেলিভিশনের একজন প্রযোজক।

হামলায় আহত একাত্তর টেলিভিশনের সিনিয়র প্রোডাকশন এক্সিকিউটিভ ও সংবাদ উপস্থাপক আতিক রহমানকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

jabaleআতিকের সহকর্মীরা জানিয়েছেন, বারিধারায় একাত্তর কার্যালয় থেকে নতুন বাজার হয়ে মিরপুরের যাওয়ার সময় জাবালে নূর পরিবহনের একটি বাসে তার ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় আতিকের নাক থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক জেমসন মাহবুব।

আতিকের বরাত দিয়ে তিনি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে অফিসের কাজ শেষ করে বাসায় ফিরছিলেন আতিক। সিটিং থেকে লোকাল হওয়ার পরেও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় তার উপর হামলার ঘটনা ঘটে।

উনি জানতে চান, আপনাদের যে ভাড়ার রেট আছে সেটা আমাকে দেখান, তাতে যে ভাড়া আছে সেটা দেব। বাগবিত-র একপর্যায়ে মিরপুরের দিকে ঢোকার সময় হার্ট ফাউন্ডেশনের সামনে তার নাকে-মুখে আঘাত করা হয়।

জেসমন বলেন, আহত হওয়ার পর বাসের যাত্রীরা আতিককে চিকিৎসা করানোর জন্য যাত্রীরা বাসের চালক ও সহকারীকে বললেও তারা তা না করে উল্টো তাকে আটকে রাখার জন্য কাউন্টারে নিয়ে যেতে চায়। নাক থেকে রক্তক্ষরণের পাশাপাশি আতিকের কপালের বিভিন্ন অংশে আঘাত লেগেছে বলে জানান তিনি।

এ ঘটনায় মিরপুর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানান এই সংবাদকর্মী। পূর্ব ঘোষণা অনুযায়ী সিটিং সার্ভিস বন্ধে গত রোববার অভিযান শুরুর পর থেকে ঢাকার বিভিন্ন রুটের বাসে চলছে নৈরাজ্য।

অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সঙ্গে বচসা-মারামারির ঘটনা ঘটে বিভিন্ন স্থানে। অনেক মালিক রাস্তায় গাড়ি না ছাড়ায় যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন। গত ৪ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ১৫ এপ্রিলের পর থেকে ‘সিটিং সার্ভিস’ বন্ধের ঘোষণা দিয়েছিল ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

সাম্প্রতিক