sohelঢাকা : বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বলেন, আদালত থেকে প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে হাবিব উন নবী সোহেলকে জামিনে মুক্তি দেয়া হয়েছে।

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির পল জানান, হাবিব উন নবী খান সোহেল জামিনে মুক্তি পাওয়ার সময় জেলগেটে তার ভাই রাশেদুন নবী বিপ্লব, স্ত্রীসহ বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গত ৬ মার্চ হাবিব উন নবী খান সোহেল জামিনে মুক্তি পেলেও তাকে জেলগেট থেকে ফের গ্রেফতার করে ডিবি পুলিশ।

এ ব্যাপারে তার স্ত্রী হাইকোর্টে রিট করলে হাইকোর্ট সোহেলকে জামিন দেন।

হাবিব উন নবী খান সোহেল ১৬০টি মামলায় জামিন পেয়েছেন। তিনি দীর্ঘ ৬ মাস কারাভোগ করেন।

এদিকে কারাগার থেকে মুক্তি পেয়ে রাতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন হাবিব উন নবী সোহেল।

সাম্প্রতিক