03-israelআন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের কারাগারে নিজেদের অবস্থার প্রতিবাদে হাজারেরও বেশি ফিলিস্তিনি বন্দি গণঅনশন শুরু করেছে। এই গণঅনশন আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে কারাবন্দি ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘৌতি; পাঁচটি খুনের অভিযোগে বারঘৌতিকে আজীবন কারাদ- দিয়েছে ইসরায়েল, জানিয়েছে বিবিসি।

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও-র সবচেয়ে বড় উপদল ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ গোষ্ঠীর অন্যতম শীর্ষ নেতা বারঘৌতি।

আব্বাসের উত্তরসূরী বলে মনে করা এই নেতার ওপর সবসময় নজর রাখে ইসরায়েল। কারাগারের এই গণঅনশনের প্রভাব অধিকৃত পুরো পশ্চিম তীরজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।

ইসরায়েলি কারা বিভাগ জানিয়েছে, ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মধ্যে এক হাজার ১৮৭ জন এই অনশনে যোগ দিয়েছে। ফিলিস্তিনিদের বার্ষিক বন্দি দিবস গতকাল সোমবার থেকেই এই গণঅনশন শুরু করা হয়েছে।

ইসরায়েলি কারাগারগুলোতে বন্দি ফিলিস্তিনিরা দুপক্ষের মধ্যে বিদ্যমান উত্তেজনার অন্যতম ধারাবাহিক উৎস। এসব বন্দিদের রাজনৈতিক বন্দি মনে করে ফিলিস্তিনিরা।

ইসরায়েলিদের বিরুদ্ধে চালানো হামলা ও অন্যান্য অপরাধের কারণে এদের সাজা দেওয়া হয়েছে। আবার অনেকে তথাকথিত প্রশাসনিক আটকাদেশের বলেও বন্দি আছেন।

এই আদেশে বন্দিদের কোনো অভিযোগ ছাড়াই ছয়মাস কারাবাস করতে হয়। ফিলিস্তিনি কারাবন্দি গোষ্ঠীগুলোর তথ্যানুযায়ী, গত বছরের শেষে ইসরায়েলি কারাগারগুলোতে প্রায় সাত হাজার ফিলিস্তিনি বন্দি ছিল।

সাম্প্রতিক