uk pmআন্তর্জাতিক ডেস্ক : আগামী ৮ জুন যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেন ৮ জুন নির্বাচনের জন্য তিনি সংসদে প্রস্তাব আনবেন।

এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী মে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করেছেন। ফলে তার এই ঘোষণা অনেককেই অবাক করেছে। যুক্তরাজ্যের বর্তমান সংসদের মেয়াদ ২০২০ সাল পর্যন্ত। নতুন নির্বাচনের ঘোষণার কারণ দিয়ে ব্যাখ্যা করে থেরেসা মে বলেন, ব্রেক্সিট পরবর্তী সময়ে যুক্তরাজ্যের সরকারের নিশ্চয়তা, স্থিতিশীলতা ও শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। তিনি বলেন, ব্রেক্সিট পরবর্তী বিভেদ দেশ কাটিয়ে উঠলেও ওয়েস্ট মিনিস্টার (পার্লামেন্ট) সেটা পারছে না।

বুধবার থেরেসা মের প্রস্তাবের বিষয়ে পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হবে। মে অভিযোগ করেন, বিরোধী রাজনৈতিক দলগুলো এটি নিয়ে রাজনৈতিক খেলা খেলছে। তিনি বলেন, এই কারণে ব্রেক্সিট বিষয়ে আমাদের সফলতায় ঝুকির সৃষ্টি হয়েছে এবং এতে আমাদের দেশে অনিশ্চয়তা ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে। তাই আমাদের একটি সাধারণ নির্বাচন প্রয়োজন এবং এখনই প্রয়োজন। - বিবিসি

সাম্প্রতিক