আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে চার দিনব্যাপী পানি উৎসব চলাকালে দেশব্যাপী মোট ২শ’ ৮৫ জনের প্রাণহানি ও এক হাজার ৭৩ জন আহত হয়েছে। মঙ্গলবার মিয়ানমারের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল নিউ লাইট একথা জানায়।
গত বছরের এ উৎসব চলাকালে যত লোকের প্রাণহানি ঘটে এ বছর তার চেয়ে ১৩ জন বেশী মারা যায়।
এদিকে এ পানি উৎসব চলাকালে বিভিন্ন ঘটনায় মোট এক হাজার ২শ’ মামলা হয়েছে।
এদের মধ্যে নেপিতাওয়ে ১০ জন, ইয়াংগুনে ৪৪ জন, মান্দালেতে ৩৬ জন, সাঙ্গাইং অঞ্চলে ২৬ জন, তানিনথারি অঞ্চলে ১১ জন, বাগো অঞ্চলে ৩৭ জন, মাগওয়ে অঞ্চলে ১১ জন, মন স্টেটে ২০ জন, রাখাইনে ১৭ জন, শান স্টেটে ২৯ জন ও আইয়াওদি অঞ্চলে ২৮ জনের মৃত্যু হয়।
গত বছর এ উৎসব চলাকালে মোট ২শ’ ৭২ জনের প্রাণহানি ও এক হাজার ৮৬ জন আহত হয়।
< Prev | Next > |
---|