আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আবর্জনার ভাগাড়ে ভূমিধসে অন্তত ১৬ নিহত ও ১২ জনেরও বেশি আহত হয়েছে। গতকাল শনিবার জানিয়েছে সামরিক মুখপাত্র ও হাসপাতাল কর্মকর্তারা। গত শুক্রবার রাতের এ ঘটনায় বহু ঘরবাড়ি চাপা পড়েছে এবং উদ্ধারকারীরা পাহাড় সমান আবর্জনা খুঁড়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছে। অন্তত ১০০টি বাড়ি চাপা পড়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। রাতের অন্ধকারে ৩০০ ফুট উঁচু একটি আবর্জনার স্তূপে আগুন ধরে ছড়িয়ে পড়ার পর সেটি ধসে পড়ে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। সেনাবাহিনীর মুখপাত্র রোশান সেনিভিরাতœা জানিয়েছেন, গতকাল শনিবার আরও লাশ পাওয়া যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অন্তত চার জন কিশোর রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন কলম্বো হাসপাতালের এক সেবিকা।
নিকটবর্তী বাসিন্দা কুলারতœা বলেন, আমরা বিকট একটি শব্দ শুনতে পাই। আমাদের বাড়ির টালিগুলো ভেঙে যায়। কালো পানি ঘরে ভিতরে ঢুকতে শুরু করে। আমরা বের হওয়ার চেষ্টা করি কিন্তু আমরা তখন ভিতরে আটকা পড়ে গেছি। সাহায্যের জন্য চিৎকার করতে থাকি, পরে আমাদের উদ্ধার করা হয়। মোহামেদ নামের আরেক বাসিন্দা জানান, তার তিন প্রতিবেশী নিখোঁজ। তার হিসাবে এ ঘটনায় প্রায় ১০০ জনেরও বেশি মানুষ চাপা পড়েছেন। গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা চলছিল। আবর্জনা সরাতে সৈন্যরা ভারি যন্ত্রপাতি ব্যবহার করেছে। পুলিশ জানিয়েছে, প্রায় ১৪৫টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কতোজন চাপা পড়েছে সে সম্পর্কে কিছু বলেনি তারা। স্বাস্থ্যগত কারণে আর্বজনার ভাগাড়টি ওই এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছিল স্থানীয় বাসিন্দারা। এক অবকাঠামোগত পরিকল্পনার অধীনে সরকারও আর্বজনার ভাগাড়টি ওই এলাকা থেকে শিগগিরই সরিয়ে নেয়ার পরিকল্পনা করেছিল।
< Prev | Next > |
---|