4.5 yearআন্তর্জাতিক ডেস্ক: সড়কে গাড়ি থামিয়ে চার বছর বয়সী একটি শিশুকে দর্শন দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলেছে ব্যাপক আলোচনা।

গত সোমবার সুরাটে এই ঘটনা ঘটেছে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যেখানে মোদী একটি হাসপাতাল উদ্বোধন করতে গিয়েছিলেন। টাইমস অব ইন্ডিয়া জানায়,কড়া নিরাপত্তার মধ্যে প্রধানমন্ত্রীর গাড়ি বহর যাওয়ার সময় চার বছরের মেয়েটি গাড়ির দিকে আসতে থাকে। নিরাপত্তা রক্ষীরা তাকে আটকাতে গেলে মোদী নিজেই শিশুটিকে তার কাছে নিয়ে আসতে বলেন। এরপর মেয়েটিকে নিয়ে আসলে মোদী গাড়ির দরজ্ াখুলে তাকে ভেতরে টেনে নেন। তার গাল টিপে আদর করে জানতে চান, তার হাতে এটা কী? মেয়েটি বলে, এটা তার হাতঘড়ি।

ন্যান্সি নামে শিশুটির সঙ্গে মোদী কথা বলার সময় বাইরে বিজেপি সমর্থকরা স্লোগান তুলছিল ‘মোদী-মোদী’। সুরাট মিউনিসিপ্যাল কাউন্সিলের কাউন্সিলর বিজেপি নেতা জয়ন্তিলাল ভা-ারি বলেন, মমতাময় একজন প্রধানমন্ত্রীকে দেখার এই মুহূর্তটি উপস্থিত হাজার হাজার মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

এটা সত্যিই অবিশ্বাস্য যে দেশের প্রধানমন্ত্রী নিরাপত্তা ঝুঁকির তোয়াক্কা না করে একটি শিশুর জন্য তার গাড়ি থামিয়ে দিলেন!

সাম্প্রতিক