thi-newআন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের রাজার নতুন সংবিধান সইয়ের মাত্র অল্পসংখ্যক ৩ঘণ্টার মধ্যে দেশটির মুসলিম অধ্যুষিত দক্ষিণাঞ্চলে অন্তত ২২টি জায়গায় হামলার ঘটনা ঘটছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় পুলিশের মুখপাত্র প্রামতে প্রম-ইন বলেন, “বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই ওই ঘটনাগুলো ঘটানো হয়েছে। তারা সরকারের বিশ্বাসযোগ্যতা ধ্বংস করতে এবং জনগণের মনে ভয় ঢুকিয়ে দিতে চায়।” এখন পর্যন্ত ওই হামলাগুলোর দায় কেউ স্বীকার করেনি। যেগুলোর মধ্যে অন্তত পাঁচ জায়গায় বোমা হামলা হয়েছে। তবে হামলায় হতাহতের কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি। নতুন সংবিধান নিয়ে গত বছরের গণভোটে দক্ষিণাঞ্চলের প্রচুর এলাকায় বিপক্ষে ভোট বেশি পড়েছিল।

থাইল্যান্ডের রাজপ্রাসাদে গত বৃহস্পতিবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সেনা সমর্থিত দেশের নতুন সংবিধান সই করেন রাজা মাহা ভাজিরালংকর্ণ। এতে করে থাইল্যান্ডে তিন বছরের জান্তা শাসনের পর নির্বাচনের পথ সুগম হলো।

থাইল্যান্ডে ১৯৩২ সালে নিরঙ্কুশ রাজতন্ত্রের অবসান ঘটার পর এটি দেশটির ২০তম সংবিধান। সমালোচকরা বলছেন, এ সংবিধানের ফলে থাই রাজনীতিতে আরও বহুবছর জেনারেলদের ক্ষমতার প্রভাব থাকবে। ২০১৪ সালে থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানের পর যে মধ্যবর্তী সংবিধান ছিল তার স্থলেই নতুন এ সংবিধান সই করলেন রাজা। টেলিভিশনে সরাসরি অনুষ্ঠানে রাজা মাহা ভাজিরালংকর্ণকে সংবিধানে সই করতে দেখা গেছে। এর মধ্য দিয়ে সংবিধানটি রাজসম্মতি পেল এবং গতি পেল থাইল্যান্ডের পরবর্তী সাধারণ নির্বাচনের প্রক্রিয়া। আগামী বছরই এ নির্বাচন হবে বলে ধারণা সাধন হচ্ছে।-রয়টার্স

সাম্প্রতিক