আমার জন্ম না হলে
কী এসে যেত?
কী এসে যেত পদ্মা, মেঘনা, যমুনার জল
পাল তোলা নৌকা, চাঁদনীর রাত
নীলাকাশ, কাশফুল, শাদা মেঘ ভেলা
অথবা ঝুম বৃষ্টি, শাওন আঁধার ।
আমার জন্ম না হলে
কী এসে যেত?
কী এসে যেত শঙ্খচিল, দোয়েল, কাকের
ঢেউ ভাঙা সমুদ্দুর, পাহাড়, বনের
তেমাথার অশথ্থ, সবুজ বটের
সোনামুখী ধান শীষ, ভূট্টা ও গমের ।
আমার জন্ম না হলে
কী এসে যেত তাঁর?
কী এসে যেত কালো চোখ, খুনসুঁটি, হাসি
কী এসে যেত আগামীর, সবুজ পৃথ্বীর?
আমার জন্ম না হলে ।
আমার জন্ম না হলে
আমারই যায় আসতো ।
- হ্রৎবাউল
(মুনসী নজরুল)
< Prev | Next > |
---|