আসিফ ইকবাল । ০৪ ডিসেম্বর
লেখক : আসিফ ইকবালএ আমার বিজয়ের মাস
আমার জমাকৃত আনন্দ
বিলিয়ে দেবার ক্ষণ এসছে আজ
মাঠ থেকে মাঠে
প্রতিটি নতুন বাংঙ্গালীর বুকে
ওরে ও নতুন কিশোর
আজি এ দিন তোমাদেরি
অঙ্গে মেখে নাও এ সোনা মাটি
কপালে দাও লাল তিলক
প্রাণ খুলে হাসো
তোমাদের হাসি বয়ে চলুক
প্রতিটি গাছের শাখায় শাখায়
পাতায় পাতায় আমের মুকুলে
বিরোহী শহিদের আত্মা মুক্তি পাক
অপরাধীরা মুখ লুকাক
আমার সব অপূর্ণ ইচ্ছে
দিয়ে গেলাম তোমাদের হাতে
তোমরা পূরণ করো
নিজেকে ক্ষ্যাত করো
বাঙালি বলে
এ আমার লাখো শহিদের
রক্তে ভেজা অপ্রকাশিত কবিতা
হে কিশোর তোমরা প্রকাশ করো
তোমাদের হাতে সব দিলাম
নিজের মত ভালবেসে যেও
প্রভাতে ফুল দিয়ে নয়
সোনার এদেশ গড়ে
শহিদের চোখে দেখো এ দেশ
বিরঙ্গনার মত ভালবেসো

সাম্প্রতিক