আসিফ ইকবাল । ১৪ ডিসেম্বর
লেখক : আসিফ ইকবালপ্রেম তুমিতো মহান ঐশ্বর্যবান
সৃষ্টির নন্দিত সবিই তোমারি দান
জগতের অপূর্ব যত সৃষ্টি
তাতো তোমারি অপূলোক দৃষ্টি
যা পাওয়ার তা থেকে দিয়েছো অনেক বেশি
পৃথিবী দেনা বাড়িয়া চলিছে নিরবধি
তুমি যেখানে লুটিয়া পড়িছো সেখানে
পড়েনি পাপের ছায়া
হেন তবে পাষানের বুকে দেওনি কিছু মায়া
করুণ বেদনায় ছটফট করছে পৃথিবী
পাষানের আঘাতে
প্রতিশোধ নয় একটু জেগে উঠো পাষানের বুকেতে
প্রেম তুমি জেগে ওঠো প্রতিটি নতুন প্রানে
তুমি জেগে ওঠো সড়সির কাচা যৌবনে
প্রেম তুমি জেগে উঠো নববধুর চুলের খোপায়
দেবতার অন্য হয়ে পূজারীর থালায়
প্রতিশোধ নয় মরতে শেখাও যদি হই তুমি অভিমান
বাজিয়ে তোল প্রতিটি প্রানে তোমার জয়োগান
শোন তবে বলি তোমার কানে কানে
সমস্ত পৃথিবী ভাসিয়া নেও আজ তোমারি বানে
এই হোক তবে আরতি আজ
অপেক্ষার প্রহর শেষ হোক
তুমি ভেসে চলো গান হয়ে কানে
প্রতিটি পাষণ হৃদয় মুক্তি পাক
প্রেম বয়ে চলুক প্রানে

সাম্প্রতিক