আসিফ ইকবাল । ২৪ নভেম্বর
লেকক : আসিফ ইকবালআজ বিকেলে ছিল আকাশের মুখভার
অজানা কষ্টে কাঁদছিল আকাশ ঝরঝর ঝরঝর
আমি হেটে চলেছিলাম পিচ ঢালা পথে
কান্নার অশ্রু ঝরে পড়ছিল আমার উপর
যাত্রী ছাওনীতে দাড়িয়ে থাকা মহিলাটি
বলল আমাকে লাগছে নাকি ভেজা কাকের মত
পানকৌড়ির মত মনে হল নিজেকে
যেন সব শুশ্ক পেটে অনেক ক্ষুধা
স্টপ সাইনের নিচে দাড়িয়ে থাকা
মাতাল বলল কি মাল খেয়েছিস
কান দিইনি আমি
ময়লার স্তুপের কাছে গর্ভবতী
পাগলী টা কি জানি ইশারা করলো
পাগলের পাগলামি ভেবে হেটে চললাম
পুলিশ এসে হাজির
হাটার গতি নাকি অতিক্রম হয়েছে
ঘুষ দিয়ে টিকিট থেকে বাচলাম
স্কুলের বারান্দায় গায়ের পুরহিত
পান্জাবি আর টুপি বরে বসে আছে
পরিষদের সভা ঘরে গায়ের মূর্খ চেয়ারে বসে
আমি হেটে চললাম
ওষুধের দোকানদার চেচিয়ে বললো
নাপা নিয়ে যাও ঠান্ডা লাগবে
আমি বললাম ধরনীর গায়ে বইছে জ্বর
নাপাই কি হবে তার নিরাময়

সাম্প্রতিক