আসিফ ইকবাল । ২৪ নভেম্বর
ধর্ম তুমি বানিয়েছো মোদের অন্ধ
মুসলিম বলে আমিই সেরা
হিন্দু বলে সে
বোদ্ধ বলে মুসলমান তুই
ভাগ মায়ানমার থেকে
ভারত হল হিন্দু রাষ্ট্র
গরু তাদের মা
বাংলাদেশের মুসলমানেরা
ভাঙে প্রতিমা
মায়ানমারে বুদ্ধতন্ত্র
মুসলমানের নাই ঠাই
মানুষের রক্তে গঙ্গা বইছে তাই
নিজের কাছে নিজেই সেরা
ধর্ম বলছে কি
মানুষ হয়ে মানুষ মারা
কোন ধর্মের মূল নীতি
মানুষ না থাকলে কিসের ধর্ম
কে করবে তোর ধর্মের কর্ম
কে দিবে মসজিদে আজান
কে করবে তোর পূজোর যোগান
কে করিবে বুদ্ধের ধ্যান
থাকলো কোথায় তোর ধর্মের মান
যা মানুষকে বানাই হিন্দু বোদ্ধ মুসলমান
< Prev | Next > |
---|