আসিফ ইকবাল । ২১ নভেম্বর
লেখক : আসিফ ইকবাল অবনী আমি আসিব ফিরে
আবার সেই তোমারি তরে
কুয়াশার চাদর জড়িয়ে আসবে তুমি
সেই পরিচিত ফুটপাথে
যাবে অবনী
দাপিয়ে বেড়াবো সেই সাদা মাটি
পায়ে দিয়ে পুরোনো ছেড়া চটি
লোকাল ট্রেনের ঝকঝকানি
গলির রাস্তায় রিকশার পেক পেক
মনে আছে অবনী
আহা কি আনন্দ
মৌলিক তোমার ঘামে-ভেজা অন্ত্রবাসের গন্ধ
সেই নোংরা গলি
দেয়ালে প্রসাবের গন্ধ
গলির মাথায় অন্ধ ফকিরের
টিনের থালায় পয়সা ফেলার
টুন টুন শব্দ
ভুলে গেছ অবনী
অবনী এগুলো আবার ভালবাসবো
কালো পিচ ঢালা পথ
পকোটে ছেড়া পাচ টাকার এক নোট
ফুটপাথের রং চা
সাথে আট আনার গজা
তুমি যাবে অবনী
বড় রাস্তার পাড় ঘেসে
স্বপ্নতে যাব ভেসে
দালান থেকে দালানে
শহরের প্রতিটি নোংরা গলিতে
অবনী আসবে তো তুমি

সাম্প্রতিক